Skip to content

পবিত্র রমজানে সুবিধাবঞ্চিতদের সহযোগিতার জন্য বেতনের অর্থ অনুদান হিসেবে প্রদান করল ইউনিলিভার বাংলাদেশ এর কর্মীরা

Published:

Average read time: 2 minutes

দেশের অন্যতম শীর্ষ নিত্যব্যবহার্য পণ্য উৎপাদনকারী কোম্পানি (এফএমসিজি) ইউনিলিভার বাংলাদেশ এর কর্মীরা সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে আসন্ন ঈদ উল-ফিতর উদযাপনে সহযোগিতার জন্য স্বেচ্ছায় তাদের বেতন থেকে অর্থ-সহায়তা প্রদান করেছে। অনুদান প্রদানের এই উদ্যোগ ইউনিলিভারের ‘এমপ্লয়ি ভলেন্টারিং প্রোগ্রাম’ এর অংশ, যেটির মাধ্যমে প্রতিষ্ঠানটির কর্মীরা ‘কমিউনিটি ডেভেলপমেন্ট’ এবং ‘সাসটেইনাবিলিটি প্রজেক্ট’ সমূহে সম্পৃক্ত হবার পাশাপাশি জীবনের প্রকৃত লক্ষ্য খুঁজে পেতে সক্ষম হচ্ছে। ইউবিএল এর কর্মীদের বেতন থেকে অর্থ প্রদানের এই উদ্যোগের মাধ্যমে ২৩০টি পরিবারকে প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে।

ঈদে অনেক পরিবারই প্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে গিয়ে চাপে পড়ে যায় এবং তারা এই পবিত্র উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হয়। এছাড়া, মুদ্রাস্ফীতির কারণে এবার অনেক পরিবারেই ঈদ আনন্দ ব্যাহত হতে পারে। আর তাই সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান করতে ইউনিলিভার বাংলাদেশ দুইটি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উৎস’ এবং ‘স্পৃহা বাংলাদেশ’-এর সঙ্গে অংশীদারিত্ব গড়েছে। ইউনিলিভার এর কর্মীরাও ঈদের পূর্বে এসব খাদ্যপণ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেবে।

ইউনিলিভার বাংলাদেশ এর কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর শামিমা আক্তার বলেন, “ইউনিলিভার বাংলাদেশ এই দেশের যাত্রার শুরু থেকে পাশে রয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের জন্য যা মঙ্গলজনক, ইউনিলিভার এর জন্যও তা কল্যাণকর। ইউনিলিভার সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তি সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে চলেছে; এবং আমাদের কোম্পানি, ব্র্যান্ড ও ইউবিএল এর কর্মীরা যেকোনো পরিস্থিতিতে সাহসী ও প্রয়োজনীয় ভূমিকা রেখে চলেছে। ঈদের মহিমা হচ্ছে সমাজের অন্যদের যত্ন নেওয়া এবং প্রয়োজনে তাদের পাশে থাকা। আর তাই সুবিধাবঞ্চিতদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে আমরা ‘স্পৃহা’ এবং ‘উৎস’ এর সঙ্গে অংশীদারিত্ব গড়েছি।”

তিনি আরো বলেন, “রমজানে সহায়তামূলক এই ক্যাম্পেইনের লক্ষ্য বৈষম্যহীন ও সুখী সমাজ প্রতিষ্ঠা এবং এর ফলে ইউনিলিভারও সমৃদ্ধ হবে।”

সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা চর্চায় ও তাদের উন্নয়নে ইউনিলিভার ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অবদান রেখে যাবে।

Back to top