Skip to content
তাল গাছের ঊর্ধ্বমুখী শট

কর্পোরেট সাসটেইনেবিলিটির পরবর্তী যুগের নেতৃত্বে

কম কাজ আরও ভালভাবে করা যার প্রভাব বৃহত্তর

আমাদের গ্রোথ অ্যাকশন প্ল্যান এই চ্যালেঞ্জগুলির সরাসরি মোকাবেলা করে। আগামী বছরগুলিতে আমাদের দৃষ্টি নিবন্ধ থাকবে স্থায়িত্বের ক্ষেত্রে চারটি অগ্রাধিকারের প্রতি।

টেকসই কর্মের একটি দৃষ্টান্ত

জলবায়ু

আমাদের লক্ষ্য হল আমাদের ভ্যালু চেইন জুড়ে মোট নির্গমন শূন্যতে রাখা।

সোলার প্যানেলের একটি সেট

প্রকৃতি

আমাদের লক্ষ্য হল শক্তিশালী ও সঞ্জীবনী প্রাকৃতিক ও কৃষি বাস্তুতন্ত্র প্রস্তুত করা।

ধান বেড়ে উঠছে এমন মাঠ

প্লাস্টিক

আমাদের লক্ষ্য হল প্লাস্টিকের ব্যবহার কম করা, পুনর্ব্যবহার করা এবং সহযোগিতার মাধ্যমে প্লাস্টিক-জনিত দূষণের অবসান করা।

প্লাস্টিকের স্তুপ

জীবিকা

আমাদের লক্ষ্য হল আমাদের গ্লোবাল ভ্যালু চেইনের অন্তর্গত মানুষদের জন্য একটি যথাযোগ্য জীবিকা নিশ্চিত করা, যার মধ্যে জীবন-যাপনের যথাযোগ্য মজুরিও নিশ্চিত থাকবে।

একটি ছোট দোকানে কাজ করা মহিলা
একজন মানুষ সোলার প্যানেলের সামনে দাঁড়িয়ে
Back to top