Skip to content

যাত্রা: বাংলাদেশে ইউনিলিভারের ৬০ বছরের পথচলার ইতিহাস

Published:

২০২১ সালে প্রকাশিত প্রথম সংস্করণের পর, আমাদের এই দীর্ঘ পথচলাকে নতুন রূপে এনেছে দ্বিতীয় সংস্করণ ‘যাত্রা। ৬টি অধ্যায়ে সাজানো ২৪০ পৃষ্ঠার এই প্রকাশনায় উঠে এসেছে ইউনিলিভার বাংলাদেশের ৬০ বছরের প্রবৃদ্ধি, উদ্ভাবন ও পারপাসের যাত্রা।

যাত্রা বই ও বইটি পড়ার কিউআর কোড

ইউনিলিভার বাংলাদেশ সম্প্রতি প্রকাশ করেছে ‘যাত্রা’, যেখানে লাল-সবুজের এই দেশে আমাদের ছয় দশকের ট্রান্সফরমেশন আর অগ্রগতির গল্প তুলে ধরা হয়েছে।

বাংলাদেশে ৬০ বছরেরও বেশি সময় ধরে ইউনিলিভার সবার প্রতিদিনের জীবনকে আরও আলোকিত ও উজ্জ্বল করতে কাজ করে যাচ্ছে - সুপিরিয়র কোয়ালিটির বেস্ট-ইন-ক্লাস পারফর্মিং ব্র্যান্ড অভিজ্ঞতার মাধ্যমে। একইসঙ্গে মানুষ ও পৃথিবী সুরক্ষায় ইমপ্যাক্টফুল ও স্কেলেবল উদ্যোগ নেয়া ছাড়াও প্রতি প্রজন্মে ইন্ডাস্ট্রি লিডার তৈরিতেও অবদান রেখেছে ইউনিলিভার বাংলাদেশ।

২০২১ সালে প্রকাশিত প্রথম সংস্করণের পর, আমাদের এই দীর্ঘ পথচলাকে নতুন রূপে এনেছে দ্বিতীয় সংস্করণ ‘যাত্রা’। ৬টি অধ্যায়ে সাজানো ২৪০ পৃষ্ঠার এই প্রকাশনায় উঠে এসেছে ইউনিলিভার বাংলাদেশের ৬০ বছরের প্রবৃদ্ধি, উদ্ভাবন ও পারপাসের যাত্রা। এতে রয়েছে ১৩০+ জন লিডার, মেকার এবং এই যাত্রার প্রত্যক্ষদর্শীদের সরাসরি সাক্ষাৎকার - যা আমাদের সবার জীবন প্রতিদিন আলোকিত করার গল্পকে আরও জীবন্ত করে তোলে।

‘যাত্রা’ পড়তে ক্লিক করুন। (PDF 30.65 MB)

Back to top