
ইউবিএল-এ যুক্তরাজ্যের ব্যারোনেস রোজি উইন্টারটন (ডনকাস্টার), ডিবিই-এর ভিজিট
ইউনিলিভার বাংলাদেশের কর্পোরেট অফিসে যুক্তরাজ্য সরকারের বাংলাদেশে নিযুক্ত বাণিজ্য দূত, ব্যারোনেস রোজি উইন্টারটন (ডনকাস্টার), ডিবিই-কে আমরা স্বাগত জানাই। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং ব্রিটিশ হাইকমিশনের সিনিয়র প্রতিনিধি দল। এই গুরুত্বপূর্ণ...